বেগম রোকেয়া দিবস উদযাপনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা'র র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২০, ১৫:৪১

সাহস ডেস্ক

বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

বুধবার(৯'ডিসেম্বর) পৌর অবকাঠামো উন্নয়নে চলমান ইউজিপ-৩ প্রকল্পের সহায়তায় আয়োজিত র‌্যালীটি পৌর ভবন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূণরায় পৌর ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

কর্মসূচীতে উপস্থিত,ছিলেন মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর  এবং পৌর নারী ও শিশু বিষয়ক কমিটি সভাপতি সিদ্দিকা সিরাজুম মনিরা, কাউন্সিলর মাসকুরা বেগম, আনোয়ারা বেগম পলি, জিয়াউর রহমান আরমান, দুলাল আলী, এনামুল হক, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সচিব মামুনুর রশিদ সহ কর্মকর্তা- কর্মচারীরা।

আলোচনায় বক্তরা বলেন, নারীর অধিকার আদায় ও ক্ষমতায়ন পরিবার থেকেই শুরু হতে হবে। শুধু বছরের এই একটি দিন কিছু কর্মসূচী পালন করেই ক্ষান্ত হলেই তা হবে না।  এ ব্যাপারে নারীদেরও আরও এগিয়ে আসতে হবে ও পুরুষদের নারীদের প্রতি সন্মানজনক আচরণ বাড়াতে হবে। তারা বলেন, যে সব পুরুষ নারী নির্যাতন ও যৌন হয়ারানির মত কাজে জড়িত তাদের দমনে সমাজের সকলকেই সোচ্চার হতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত