বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২০, ১৩:০০ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৪৬

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের বৈমানিক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) এক শোক বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনী গঠনে তার বলিষ্ঠ পদক্ষেপ এবং মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার অনন্য অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আকরাম আহমেদ। সোমবার সেখানেই তার মৃত্যু হয়। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য আকরাম আহমেদকে বীরউত্তম খেতাব দেয় সরকার। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমানে চাকরি করেন।