পঞ্চগড় চিনিকল রক্ষার দাবীতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:১০

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে আখচাষী ও শ্রমিক -কর্মচারীরা। টানা ৬ দিন ধরে অব্যাহত রয়েছে এই বিক্ষোভ। 

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসুচী পালন করে আখচাষী ও শ্রমিক কর্মচারীরা। এসময় তারা একটি বিক্ষোভ মিছিল বের করে চিনিকল চত্বরে ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে করে। 

এসময় বিক্ষোভকারীরা পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে পঞ্চগড় চিনিকল চালু রাখার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। শ্রমিক-কর্মচারীরা বলছে অন্য কর্মসংস্থান না থাকায় মিলটি বন্ধ হয়ে গেলে মানবেতর জীবনযাপন করবে তারা। এসময় তারা আরো বলেন, অবিলম্বে পঞ্চগড় চিনিকলটি চালু করা না হলে কর্মসুচী অব্যাহত থাকবে। 

পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক,সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: নবী হোসেনসহ শ্রমিক কর্মচারীরা বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত