নারীর প্রতি সহিংসতা বন্ধে পূর্নিমা ফাউন্ডেশনের মানববন্ধন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ০১:২৩

সাহস ডেস্ক

দেশব্যাপী চলমান ধর্ষন-বলৎকার-নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পূর্ণিমা ফাউন্ডেশন এর উদ্যোগে মাবনবন্ধন ও সমাবেশ করা হয়েছে। এ সমাবেশে এই সকল ঘটনায় জড়িত দোষীদের দ্রুততম সময়ে বিচার করে শাস্তি নিশ্চিতের দাবীও জানানো হয়েছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর আইনজীবী তুরিন আফরোজ, গৌরব’৭১ এর সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা এফ এম শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান, পূর্ণিমা ফাউন্ডেশন ট্রাষ্টের চেয়ারম্যান, ২০০১ সালে জামাত বিএনপি জোট সরকারের সময়ের ভুক্তভোগী আলোচিত পূর্ণিমা রাণী শীল। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নুর সহ ফাতেমার ধর্ষণ মামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং সারাদেশে সংগঠন প্রতিটি ঘটনার দ্রুত বিচার দাবির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ প্রতিরোধে আরো জোড়ালো ভূমিকা রাখতে আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত