নওগাঁ-৬ আসনের উপনির্বাচন

ফিঙ্গার প্রিন্ট নিয়ে ভোটারদের বের করে দেয়া হচ্ছে: রেজাউল

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২০, ১৫:৩৯

অনলাইন ডেস্ক

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে উল্লেখ করে নানা অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আত্রাই উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

শেখ রেজাউল ইসলাম বলেন, সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সকাল থেকে ভোটের কোনো পরিবেশ নেই। নির্বাচন কর্মকর্তাকে অনেকবার বিষয়টি জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা নেয়নি।

তিনি বলেন, যারা ভোট দিতে কেন্দ্র গিয়েছে তাদের কাছ থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরে ইভিএম মেশিনে নৌকা মার্কার বাটন টিপে ভোট দেয়া হয়েছে। নির্বাচনের দুইদিন আগে থেকে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা যেসব ম্যাজিস্ট্রেটের নম্বর সরবরাহ করেছেন সবগুলো নম্বর ভুল। ম্যাজিস্ট্রেটদের ফোন দেয়া হলে তারা বলছেন এলাকায় দায়িত্বে নেই।

নওগাঁ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম। গত ২৭ জুলাই আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুর পর নওগাঁ-৬ আসন শূন্য হয়।