যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত পায়নি বিএনপি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ১৪:৩৬

সাহস ডেস্ক

তিন দিনের ঢাকা সফর শেষে ফিরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএনপি। এই ব্যাপারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো শিডিউল আমাদের ছিল না। আমরা কোনো চেষ্টাও করিনি।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় আসেন মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। তিন দিনের সফর শেষে ১৬ অক্টোবর ঢাকা ত্যাগ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির প্রেক্ষাপটে ঢাকা সফরকালে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান তাদের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে (ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি) বাংলাদেশকে পাশে চেয়েছেন। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষের শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে বন্ধু মনে করে বিএনপি। সেখানে মার্কিন উপমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়াটা দলের ব্যর্থতা।

বিএনপির এই নেতা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে দেশের গণতন্ত্রহীনতা, সুশাসনের অভাব, দলীয় প্রধান খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবহিত করা যেত।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটা ঠিক আছে। তবে এসব বিষয়ে কথা বলবেন মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের দলে ভাগ করে দেওয়া আছে। এসব বিষয়ে কথা বলবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মার্কিন মন্ত্রীর সাথে বিএনপির সাক্ষাতের বিষয়ে আমার বক্তব্য হলো, তিনি সরকারি সফরে এসেছেন, সরকারি লোকজনের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির সঙ্গে তো বৈঠক হওয়ার কোনো কর্মসূচি ছিল না। সে জন্য হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত