৫৫ বছর পর কোলকাতা-নীলফামারী সংযোগ স্থাপন হলো

প্রকাশ : ১১ অক্টোবর ২০২০, ১৮:১৫

চিলাহাটি হলদিবাড়ী রেলপথ সংযোগ স্থাপন শেষের পর এবার পরীক্ষামূলক ভারতীয় রেল ইঞ্জিন গত বুধবার নীলফামারী জেলার চিলাহাটিতে বেলা ১১.৩০ ঘটিকার সময় ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ী হতে নীলফামারী জেলার চিলাহাটিাতে পৌছে এবং ১০ মিনিট অবস্থানের পর ফিরে যায় হলদিবাড়ীর মুখে।

পরে ঐ সীমান্তে ভারতের রেল কর্মকর্তারা স্থানীয় জনতার সাথে মত বিনিময় করেন। এ পরীক্ষামূলক রেল চলাচলের নেতৃত্বে ছিলেন ভারতের উত্তর পূর্ব রেলওয়ের প্রধান প্রকৌশলী জেপিসিং ও উপ প্রধান প্রকৌশলী ভিকোমিনা। এ সময় ভারতের প্রতিনিধি দলকে স্বাগত জানায় বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম ও নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন। দু দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উপস্থিতিতে ৭৮২ নম্বর পিলারের নিকট সংযোগ স্থাপিত হয়। দীর্ঘ ৫৫ বছর পর পুনরায় কোলকাতা ও বাংলাদেশের নীলফামারী জেলার সাথে এ সংযোগ স্থাপনে সকল মানুষ আনন্দিত এবং তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত