মেঘনায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় আটক ৬

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৯

লক্ষীপুরে রামগতির মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি নৌকা জব্দ করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা নদীর জারির দোনা ঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার চর জব্বর এলাকার বাসিন্দা আজিরন ব্যাপারীর ছেলে মনির হোসেন (৪৫) একই এলাকার মুডু মাঝির ছেলে মো. জাফর (২৮), শাহাজান মালের ছেলে মো: জাহের (১৯), আলাউদ্দিনের ছেলে মো. সবুজ (২০) এবং রামগতি উপজেলার বালুর চর এলাকার বাসিন্দা সিডু মাঝির ছেলে মো. জাহের (২৫) এবং একই এলাকার অলিউর রহমানের ছেলে মো. রফিক (৪৫)।

এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান বলেন, নদীতে কারেন্ট জালের ব্যবহার ও জাটকা ইলিশ শিকার বন্ধে এ অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার দায়ে তাদেরকে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত