বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় ৬ জন কারাগারে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৩

সাহস ডেস্ক

চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ আদেশ দেন জেলা দায়রা জজ ইসমাঈল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম সিরাজুল ইসলাম।

আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম শামশুল ইসলাম ও আহসানুল্লাহস, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবুর রহমান, ড. কাউসার আহমদ, শফিুউল আলম ও নিজামউদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন অভিযুক্ত জামায়াত নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সম্প্রতি আদালত তাদের চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আজ তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত