দেশে ফিরেছেন মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির

প্রকাশ : ২২ আগস্ট ২০২০, ১২:২০

সাহস ডেস্ক

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির দেশে ফিরেছেন। মালয়েশিয়ায় নির্যাতন নিয়ে কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার কারণে দেশটির পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাত ১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন রায়হান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল রাতে পুত্রজায়া ইমিগ্রেশন অফিস থেকে তাকে সরাসরি বিমানবন্দরে নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১১টায় তাঁকে বিমানে তোলা হয়।

করোনা মহামারি চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গত ২৪ জুলাই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর ৬ আগস্ট পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশ ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩ দিন মঞ্জুর করেন। গত বুধবার রিমান্ড শেষ হওয়ার পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরপরই ইমিগ্রেশন পুলিশ তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে রায়হানের ফিরে আসার খবরে তাকে বরণের অপেক্ষায় স্বজনরা। রায়হানের প্রিয় সব রান্নাসহ নানা আয়োজন করেছেন মা রাশিদা বেগম। ছেলেকে রিসিভ করতে বাবা শাহ আলম ব্র্যাকের অভিবাসন কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত