চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা'র জন্মদিনে সভা ও সহায়তা বিতরণ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ১৭:৩৯

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা ও সহায়তা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। শনিবার(৮ আগষ্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে দূ:স্থ ৫২ জন নারীকে সহায়তা দেয়া হয়।

সহায়তার মধ্যে রয়েছে জেলার পাঁচ উপজেলার ৩০ জন নারীকে স্বাবলম্বি হতে একটি করে সেলাই মেশিন ও ২০ জন নারীকে মোবাইল ব্যাংকিং এর 'নগদ' আ্যাপস এর মাধ্যমে ২ হাজার টাকা করে নগদ অর্থ । দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষে আরও দু'জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়। অনুষ্ঠানে সদর উপজেলার ৬ দূ:স্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে বঙ্গমাতা'র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম,জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা সহ অনান্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত