সুন্দরবনে দুই পা বিছিন্ন অবস্থায় বাঘের মৃতদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১৯:১৬

সাহস ডেস্ক

পেছনের দুই পা বিছিন্ন অবস্থায় সুন্দরবন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। বন বিভাগের দাবি, কুমিরের কামড়ে মারা পড়েছে বাঘটি। বাঘটির পেছনের দুই পা বিচ্ছিন্ন, সামনে একটি পায়ে পচন ধরছিল।

শুক্রবার (১০ জুলাই) সকালে সুন্দরবনের আন্ধারমানিক বন ফাঁড়ির কাছ থেকে বেঙ্গল টাইগারের লাশটি উদ্ধার করা হয়।

রবিবার (১২ জুলাই) মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করে খুলনা প্রাণী সম্পদ কার্যালয়ের দুইজন ভেটেনারি চিকিৎসক ও একজন প্রাণী সম্পদ কমকর্তা।

বন বিভাগ জানিয়েছে, এক সপ্তাহ ধরে বাঘটি আন্ধারমানিক বন ফাঁড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। সেখানকার পুকুর থেকে পানি খাচ্ছিল। বন বিভাগের স্থানীয় কর্মীরা ভয়ে আর বের হয়নি। শুক্রবার দুপুরে বাঘ ঘোরাফেরার স্থানটিতে মাছি উড়তে দেখে বন ফাঁড়ির কর্মীরা সেখানে গিয়ে বাঘটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

খুলনা জেলা প্রাণী সম্পদ কমকর্তা এস এম আউয়াল হক জানান, নারী বাঘটির বয়স হয়েছিল ১৪ বছর। এটি লম্বায় ছিল প্রায় সাত ফুট। ময়নাতদন্ত শেষে বাঘটির চামড়া সংরক্ষণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত