x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৪৮৭ জন, মৃত ৩৪ জন

করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যার হিসাব ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১২:৩২

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করতে করোনা ডেডিকেটেড সরকারি ও বেসরকারি হাসপাতালে বরাদ্দ ও খালি শয্যা সংখ্যা নিয়মিত স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ করা হয়।

করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ সংক্রান্ত তথ্য প্রতিদিন ওয়েবসাইটে প্রকাশের জন্য স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পারসোনাল শাখা-১ এর উপসচিব এবং করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট শামীমা নাসরীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর মধ্যে রাজধানী ঢাকার করোনা হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে ৬ হাজার ৩০৫টি। গতকাল রোগী ভর্তি ছিল ১ হাজার ৫২৩ জন। শয্যা খালি আছে ৪ হাজার ৭৮২টি।

সারাদেশের করোনা হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ১৪ হাজার ৯৪৫টি। রোগী ভর্তি রয়েছে ৩ হাজার ৫৯৬ জন। সারাদেশে আইসিইউ শয্যা সংখ্যা ৩৯৪টি। আইসিইউ ভর্তি রোগীর সংখ্যা ১৯১ জন। এ হিসেবে ১১ হাজার ৩৪৯টি সাধারণ শয্যা এবং ২০৩টি আইসিইউ শয্যা ফাঁকা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত