ওয়ারী লকডাউনের নতুন সীমানা নির্ধারণ

প্রকাশ : ০২ জুলাই ২০২০, ২২:২০

সাহস ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড ওয়ারী লকডাউনের নতুন সীমানা নির্ধারণের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশসন মন্ত্রণালয়। ২৫ জুলাই পর্যন্ত মোট ২১ দিন লকডাউন কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে যেসব এলাকার নাম বলা হয়েছে সেগুলোর মধ্যে আউটার রোডগুলো হচ্ছে— টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। আর  ইনার রোডগুলো হচ্ছে— লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট,ও নবাব স্ট্রিট।

এর আগে গত ৩০ জুন প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লিখিত আউটার রোডগুলো ছিল- টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড ও ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। আর  ইনার রোডগুলো ছিল- লারমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড ও নওয়াব রোড।

সংশোধিত প্রজ্ঞাপনে দেখা গেছে, আউটার রোডের মধ্যে জাহাঙ্গীর রোডের স্থলে যোগীনগর রোডের নাম উল্লেখ করা হয়েছে। আর ইনার রোডের মধ্যে- লারমিনি রোডের স্থলে লারমিনি স্ট্রিট, হরে রোডের স্থলে হেয়ার স্ট্রিট, ওয়ার রোডের স্থলে ওয়্যার স্ট্রিট এবং নওয়াব রোডের স্থলে নবাব স্ট্রিট উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত