সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত

প্রকাশ : ০১ জুন ২০২০, ২২:৫৩

সাহস ডেস্ক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১ জুন) বিকেল নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে আজ সোমবার রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। রাতেই এ খবর গণমাধ্যমকে জানানো হয়।

জয় বলেন, চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে শারীরিক দুর্বলতা থাকায় আমরা আজকে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করিয়েছি। নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আব্বার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত