করোনায় আক্রান্ত পুলিশের ৪ হাজার ৮৬৮ জন সদস্য

প্রকাশ : ০১ জুন ২০২০, ১০:৩৯

সাহস ডেস্ক

করোনাভাইরাসের মধ্যে দেশজুড়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ৪ হাজার ৮৬৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (৩১ মে) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ৮০১ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত মোট সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই (ডিএমপি) ১ হাজার ৬৫২ জন। কোয়ারেন্টিনে আছেন পুলিশের ৫ হাজার সদস্য। আইসোলোশনে আছেন আরও এক হাজার ১৯৫ জন।

এআইজি সোহেল রানা জানান, রবিবার পুরোপুরি সুস্থ হয়ে ১৫৩ জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের অবিচ্ছিন্ন চেষ্টা এবং নির্দেশনার ফলে সংক্রমিত পুলিশদের সেরে উঠার হার সন্তোষজনক। পুলিশদের মধ্যে নতুন করে সংক্রমিত হওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে অসুস্থ হওয়া আরও ১৫৩ জন পুলিশ সদস্য রবিবার (৩১ মে) বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। করোনা পজিটিভ হওয়া ১৫৩ জনের নমুনা নির্ধারিত সময় শেষে পরপর দুইবার পরীক্ষা করে পাওয়া রিপোর্টে তারা কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে সুস্থ ঘোষণা করেন এবং হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

করোনাভাইরাস সাধারণ মানুষ ছাড়াও এর মোকাবিলা করতে গিয়ে সম্মুখসারীর ডাক্তার, নার্স, এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আক্রান্ত হচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ জন সদস্য কোভিড-১৯ এর কারণে মারা গেছেন, বলে পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সদস্য ছাড়াও উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ক্রমেই খারাপ হতে থাকা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট ইমপালস হাসপাতাল ভাড়া করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত