৩ হাজার ছাড়াল করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা

প্রকাশ | ২৩ মে ২০২০, ০১:০৮

অনলাইন ডেস্ক

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় নিয়মিত রেকর্ড হওয়ার মাঝ দিয়ে দেশে দিন দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। সাধারণ মানুষের পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সামনের সারির যোদ্ধা চিকিৎসক, নার্স, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন।

শুক্রবার (২২ মে) পর্যন্ত ৩ হাজার ২৪৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২৩৭ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

আক্রান্ত মোট পুলিশ সদস্যদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১ হাজার ২৭৭ সদস্য রয়েছেন। এছাড়া, বাহিনীর ১১ সদস্য ভাইরাসের শিকার হয়ে মারা গেছেন বলে পুলিশ সদরপ্তর সূত্র জানিয়েছে।

দেশে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার সর্বশেষ রেকর্ডটি হয় বৃহস্পতিবার। এ দিন ১ হাজার ৭৭৩ জনকে শনাক্ত করার তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৩০ হাজার ২০৫ জনের করোনা শনাক্ত এবং ৪৩২ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র‌্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে।