বাজেট অধিবেশন শুরু ১০ জুন

প্রকাশ | ১৯ মে ২০২০, ০৫:০৭

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে জাতীয় সংসদের বাজেট অধিবেশন ১০ জুন বিকেল ৫টায় শুরু হচ্ছে। এটি একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। এই অধিবেশনে ১১ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এ বাজেট অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।

বাজেট অধিবেশনে সাধারণত দীর্ঘ হয়। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবের পর তা নিয়ে পুরো অধিবেশন জুড়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। গত বছর বাজেট অধিবেশন ২১ কার্যদিবসের ছিল। তবে মহামারীর এই সময়ে তাতে পরিবর্তন আসতে পারে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বাজেট অধিবেশনের শুরুর দিন শোকপ্রস্তাব উত্থাপনের পর অধিবেশন মুলতবি করা হবে। সংসদের কোনো সদস্য মারা গেলে অধিবেশন মূলতবির রেওয়াজ রয়েছে।