আদালতের ছুটি বাড়লো ৩০ মে পর্যন্ত

প্রকাশ : ১৬ মে ২০২০, ১৮:১৫

সাহস ডেস্ক

দেশব্যাপী করোনা সংক্রমণ মোকাবিলা এবং বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব নিম্ন আদালতের ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে এ সময়ে দেশের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (১৬ মে) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও অধস্তন আদালতের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সব নিম্ন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (৫ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৬ মে পর্যন্ত সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত