চিকিৎসক, নার্সসহ ময়মনসিংহে আরও ২৩ জনের করোনা শনাক্ত

প্রকাশ : ১৫ মে ২০২০, ০৩:০৬

সাহস ডেস্ক

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় চার চিকিৎসক, তিন নার্স ও এক ল্যাব টেকনিশিয়ানসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) পরীক্ষা শেষে ময়মনসিংহ বিভাগের ২২ জন এবং গাজীপুর জেলার একজনের করোনা পজিটিভ ফল জানা যায়।

ডা. এ বি এম মসিউল আলম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, করোনা শনাক্ত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নার্স ও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ল্যাব টেকনিশিয়ানের।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ২৫৯ জনের মধ্যে ১৫৮ জনই জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী বলে জানান সিভিল সার্জন।

যোগাযোগ করা হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ জন চিকিৎসক, ৩৯ জন নার্স ও ২৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত