ময়মনসিংহ বিভাগে আরও ৩০ জনের করোনা শনাক্ত

প্রকাশ : ১২ মে ২০২০, ০৪:৫৪

সাহস ডেস্ক

করোনা পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় স্বাস্থ্যকর্মী, ময়মনসিংহ সদরের ছয় জন এবং ভালুকার একজন রয়েছেন। এছাড়া নেত্রকোনার ১২ জন এবং সুনামগঞ্জ জেলার পাঁচ জনের করোনা পজিটিভের তথ্য পাওয়া গেছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ জানান, তিন শিফটে পরীক্ষা চালিয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা ২৮২ জনের পরীক্ষা শেষে ৩০ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এনিয়ে ময়মনসিংহ জেলায় ২২৮ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন পাঁচ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত