চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নামে ত্রাণ নিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রকাশ : ০৮ মে ২০২০, ১৪:৪১

করোনাজনিত রেড ক্রিসেন্ট সোসাইটির নামে ত্রাণ নিয়ে প্রতারণার দায়ে ইফতেখার হোসেন শাহরুখ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ।

গত বুধবার (৬ মে) তাকে কক্সবাজার জেলার চকরোয়িা থানা এলাকা থেকে গ্রেপ্তা করা হয়। সে ওই থানার সোসাইটিপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানান, করোনায় রেড ক্রিসেন্টের মাধ্যমে ১০ গুন ত্রাণ বা টাকা দেবার নামে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন পরিবারের নিকট থেকে বিকাশের মাধ্যমে ৭ শত টাকা করে হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এ কাজে আ'লীগ নেতাদের মাধ্যমে তালিকা তৈরী করে নেয় ওই চক্র। পরে ওই পরিবারগুলো নেতাদের নিকট ত্রাণ চাইলে নেতারা মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি জিডি করেন এক ভূক্তভোগী। এরপর পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ এ ঘটনার মূল হোতা গ্রেপ্তা শাহরখের খালাতো ভাই মিজানুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত