নারায়ণগঞ্জে র‍্যাবের ২৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২০, ০৪:৩৭

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) চার কর্মকর্তাসহ মোট ২৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সন্দেহে আরো ১২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) র‍্যাবের সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। তারা সবাই চিকিৎসাধীন আছেন।

র‍্যাবের সদর দপ্তর জানায়, র‍্যাব-১১-তে প্রায় ৩০০ সদস্য আছেন। তাদের মধ্যে বিমান বাহিনীর একজন স্কোয়াড্রন লিডার, একজন এডিশনার পুলিশ সুপার (এসপি) এবং দুজন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ মোট ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, আমাদের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যাটি ২০ থেকে ৩০ এর মধ্যে রয়েছে। প্রায় ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর ভেতরে প্রায় ৫০ ভাগের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

আলেপ উদ্দিন আরো বলেন, র‍্যাব-১১-তে কর্মরত সব সদস্যকে করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষা করা হলে এই সংখ্যা বাড়বে বলে আমরা ধারণা করছি। তবে আক্রান্ত সবার অবস্থা এখনো পর্যন্ত ভালো। আশা করছি, সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত