৩০ জুন পর্যন্ত বিদেশে টাকা পাঠাতে অনুমতি লাগবে না

প্রকাশ | ২১ এপ্রিল ২০২০, ০৩:২২ | আপডেট: ২২ এপ্রিল ২০২০, ০৪:০৪

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর সময় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের জন্য অনুমতি ছাড়া খরচ পাঠানোর জন্য চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনুমতি ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।