২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব পোশাক কারখানা

প্রকাশ | ১১ এপ্রিল ২০২০, ০২:১০ | আপডেট: ১১ এপ্রিল ২০২০, ২১:০০

অনলাইন ডেস্ক

২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

শুক্রবার (১০ এপ্রিল) বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এক যৌথ ঘোষণায় একথা বলেন।

ঘোষণায় বলেন, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানান যাচ্ছে যে মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ সময়ের মধ্যে বেতন দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সে ক্ষেত্রে নিজেদের সমিতি (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে বলে ঘোষণায় জানানো হয়।