স্বাধীনতার পর প্রথমবারের মতো স্থগিত হলো বর্ষবরণ অনুষ্ঠান

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১৫:৪৭ | আপডেট: ০১ এপ্রিল ২০২০, ১৮:২৭

অনলাইন ডেস্ক

২০০১ সালে রমনার বটমূলে ভয়ংকর সিরিজ বোমা হামলার পরের বছরেও যে আয়োজন বন্ধ হয়নি সেটি স্থগিত হয়ে গেল অদৃশ্য করোনাভাইরাস প্রকোপের কারণে। তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবসহ আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (১ এপ্রিল) করোনা ভাইরাসের বিস্তার রোধে সংষ্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনসমাগম করে নববর্ষ উদযাপন না করার নির্দেশ দেন।

ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, করোনাভাইরাসের কারণে দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাদের সংস্কৃতিকর্মীদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সব মিলিয়ে রমনা বটমূলে এবার বর্ষবরণের অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

সারওয়ার আলী জানান, বর্ষবরণ অনুষ্ঠানের বাজেট দিয়ে এই বছর ছায়ানট ত্রাণ বিতরণ করবে দুস্থদের মাঝে। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেব ছায়ানট।