চাঁপাইনবাবগঞ্জে টিসিবি পন্য ক্রয়ে লম্বা লাইন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১২:০৮

চাঁপাইনবাবগঞ্জ  ও নাচোল শহরে টিসিবি'র নায্য মূল্যে খাদ্যপন্য বিক্রয়ে ক্রেতা সাধারনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৫০টাকা কেজি দরে চিনি,৫০ টাকা কেজি দরে মসুরের ডাল ও ৮০ টাকা লিটার দরে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হয় টিসিবি'র ট্রাক থেকে।

টিসিবি ডিলার মেসার্স মোশারফ হোসেন এন্ড ব্রাদার্স কর্মীরা জানান, সামাজিক দুরত্ব বজায় রেখে পুরুষ ও নারীদের পৃথক লাইনে দাঁড় করিয়ে পন্য দেয়া হচ্ছে। এতে কিছুটা সময় বেশি লাগলেও পণ্যের মান ও দামে খুশী ক্রেতরা। তারা এ কর্মসূচী অব্যহত রেখে সম্প্রসারণের দাবি করেছেন।

এদিকে সকালে জেলার নাচোল পৌর এলাকায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষনিক মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় নায্যমূল্যে জরুরী খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচীর আওতায় টিসিবি পন্য বিক্রি শুরু হয়। পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরে কর্মসূচী শুরুর সময় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,পৌর মেয়র আব্দুর রশিদ সহ সংশ্লিস্টরা উপস্থিত চিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত