গাইবান্ধায় আরও দুই জন নারী করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২০:২২

সাহস ডেস্ক

গাইবান্ধায় নতুন করে আরও দুই জন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে গাইবান্ধায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার জন। নতুন করে আক্রান্ত এ দুই ব্যক্তি আমেরিকা প্রবাসী ওই নারীর ভাগ্নি (বোনের মেয়ে) ও জা (দেবরের স্ত্রী)।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আবদুল মতিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নতুন করে গাইবান্ধায় দুই নারী করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজনেই যুক্তরাষ্ট্র প্রবাসী করোনা আক্রান্ত মা-ছেলের সংস্পর্শে ছিলেন। তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল গত সোমবার গাইবান্ধায় এসে দুই আমেরিকা প্রবাসীর সংস্পর্শে আসা বেশকিছু ব্যক্তির নমুনা সংগ্রহ করে। ওইদিন রাতে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে গাইবান্ধা ত্যাগ করে। পরে পরীক্ষা শেষে শনিবার (২৮ মার্চ) তারা (আইইডিসিআর) জানায়, তাদের মধ্যে মাত্র এই দুই জনের করোনা ভাইরাস ‘পজিটিভ’ এসেছে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুম সূত্রে গেছে, শনিবার (২৮ মার্চ) পর্যন্ত গাইবান্ধায় হোম কোয়ারেন্টিনে আছেন ২২৫ জন। ১৪ দিন মেয়াদ শেষে ছাড়পত্র পেয়েছেন ১৩ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত