করোনাভাইরাস: দুস্থ মানুষদের পাশে বিভিও

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ২০:৩৮

সাহস ডেস্ক

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের রোজগার। যার কারনে এখন দুবেলা খেতে পারেনা তারা। সমাজের এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন (বিভিও)

বৃহস্পতিবার (২৭ মার্চ) এই স্বেচ্ছাসেবী সংগঠনের ভলেন্টিয়াররা রাজধানীর খিলগাঁও ও মালিবাগে রিকশা চালক এবং দুস্থ মানুষদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ খাদ্য সামগ্রী বিতরণ করে। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিল বিভিও'র প্রেসিডেন্ট হামিম আহসান, পাবলিকেশন সেক্রেটারি ফারসিদ উল ইসলাম, ট্রেজারার সোহানুল ইসলাম শাওন, প্রজেক্ট ম্যানেজার তৌহিদ উল ইসলাম, ভলেন্টিয়ার তাসকিন সালেহীন।

এর আগে সোমবার দোহারে ও বুধবার ঢাকার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত