সভা-সমাবেশ ও ওয়াজ আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ

প্রকাশ | ১৮ মার্চ ২০২০, ২০:১৯

অনলাইন ডেস্ক

নভেল করোনাভাইরাস (এনকভ-১৯) ছড়িয়ে পড়ার শঙ্কায় সভা-সমাবেশ ও ওয়াজ আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার। এসকল আয়োজন থেকে বিরত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় একটি অনলাইন পোর্টালকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এখনও কোথাও কোথাও সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিল হচ্ছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব ধরনের, সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিল বন্ধ রাখার জন্য আহ্বান করছি। 

এই ব্যাপারে কোন নির্দেশনা জারি করা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্দেশনা তো সব বন্ধ থাকবে। আপনারা লিখে দেন, সবকিছু বন্ধ করার জন্য বলা হচ্ছে। আপনারা বিষয়টি সবাইকে জানান। অনেকে হয়তো জানে না। এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। সবার সঙ্গে আমরাও বলছি। এই নিষেধাজ্ঞা মানার জন্য আমরা সবাইকে বলছি।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, অবশ্যই হবে। আমরা এখন জানাচ্ছি। এটা কেউ না মানলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।