খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২০, ১২:৩৮

সাহস ডেস্ক

মুজিববর্ষে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠিয়েছেন এক আইনজীবী।

মঙ্গলবার (০৯ মার্চ) সকালে ডাকযোগে আইনজীবী ইউনুছ আলী আকন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ আবেদন পাঠান।

আবেদনে তিনি বলেছেন, অসুস্থতার কথা বিবেচনা করে সাবেক এ প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে অনুরোধ করছি। মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা, ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো শর্তে খালেদা জিয়ার সব ধরনের দণ্ড মওকুফ, স্থগিত বা মার্জনার জন্য আরজি জানাচ্ছি।

এর আগে গত ৪ মার্চ খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি দেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত