শিক্ষামন্ত্রী দীপু মনিকে ভর্ৎসনা করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০২ মার্চ ২০২০, ১৭:৪৬

সাহস ডেস্ক

সম্প্রতি বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষামন্ত্রী দীপু মনিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখোশ পরে স্বাগত জানান উপস্থিত ছাত্রীরা। এ নিয়ে দেশব্যাপী চলে তুমুল সমালোচনা। এ নিয়ে দীপু মনিকে ভর্ৎসনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন।

জানা যায়, বগুড়ার ঘটনায় খুবই চটে যান শেখ হাসিনা। দীপু মনির কাছে থেকে এমনটি তিনি আশা করেননি বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের মুজিববর্ষের অনুষ্ঠানে বাড়তি ব্যয় না করারও নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে কোনো মানুষ গৃহহীন থাকবে না। মুজিববর্ষে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন নিশ্চিত করতে চায় সরকার। এটাই মুজিববর্ষের চেতনা।  

এসময় প্রধানমন্ত্রী, সব স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ না করার নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত