চাঁপাইনবাবগঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ইউপি'র কার্যক্রম সভা

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:০০

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ফেব্রুয়ারি (শনিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক তাজকির-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাধ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, জেলা ভূমি অধিগ্রহন অফিসার ইমরান হোসেন সহ জেলার ৪৫টি ইউপি চেয়ারম্যান, সচিব, এনজিও কর্মকর্তা ও সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে সকল ইউপিতে ৭ মার্চ বাল্যবিয়ে প্রতিরোধ সমাবেশ, সচেতনতামূলক গম্বীরা গান উপস্থাপন, ভিক্ষুক পূণবার্সন, হাট-বাজারে পরিস্কার পরিচ্ছনতা রক্ষা, করাত কলগুলোর অবস্থা পর্যবেক্ষণ, স্যানিটেশন ও সড়ক পাশের টয়লেট স্বাস্থ্যসম্মত রাখা, বেকার সমস্য নিরসনে প্যারা শিক্ষক নিয়োগ, গ্রাম আদালতে বিচারের ক্ষেত্রে জেলায় একজন ইউপি চেয়ারম্যানকে শ্রেষ্ঠ ঘোষণা করে পুরস্কৃত করা, মহিলা ইউপি সদস্যদের যথাযথ সম্মান প্রদর্শণ করা, ভূমি রেজিষ্ট্রেশন থেকে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সুসম্পর্ক বজায় রাখা, পাশের দেশের ঘটনা যেন এদেশে প্রভাব ফেলতে না পারে ও পুশইনের ব্যাপারে খেয়াল রাখা, এমন কোন সম্ভাবনা দেখা দিলে সাথে সাথে প্রশাসনকে খবর দেয়া এবং নিয়মিত এ ধরনের সভা আয়োজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত