মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে প্যারালাইসিস আক্রান্ত নারীর মৃত্যু

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১

সাহস ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্যারালাইসিস আক্রান্ত মারিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বাঁশবাড়ি এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাবিয়া বেগমের স্বামীর নাম করম আলী। ছেলে নূর মোহাম্মদের বাসায় থাকতেন তিনি।

এরশাদ হোসেন জানান, মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে ফিজিক্যাল থেরাপি দিতেন। থেরাপি দেয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়। আগুন ওই কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ ঘটনায় আর কেউ হতাহত হননি।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই নারীর কক্ষে আগুন লাগে। বিষয়টি টের পেয়ে ৯টা ১১ মিনিটে তারা জাতীয় জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রওনা দেয়।

পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহটি মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত