কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনায় শিশু-নারীসহ পাঁচ জন নিহত

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২২

অনলাইন ডেস্ক

রাঙামাটির কাপ্তাই লেকে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় শিশু-নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছে তিন শিশু। রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শওকত আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।পরবর্তীতে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

অপরদিকে কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় কর্ণফুলী নদীতে ইসকনের নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় কর্ণফুলী নদীতে ইসকনের নৌকা ডুবে তিন শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো- বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।