সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২০, ১৬:৩৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০, ২২:৪৮

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন। প্রধানমন্ত্রীর প্রেসং উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। এ নির্বাচনে সব ভোট কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কেন্দ্রগুলোয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। 

এবারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। উত্তরের ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ৩১৮টি এবং ভোটকক্ষের সংখ্যা রয়েছে সাত হাজার ৮৪৬টি।

দক্ষিণ সিটিতে মোট সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা হলো ৬ হাজার ৫৮৮টি। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।