x

এইমাত্র

  •  জাতীয়: ইসির আমন্ত্রণে সংলাপে যাবে না বিএনপি; বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার; বলেছেন মির্জা ফখরুল।
  •  ইন্টারপোলের রেড নোটিশে নাম উঠেছে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানের; তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।
  •  দেশবাংলা: মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২। <> জাবিতে ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।
  •  আন্তর্জাতিক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশ-অপরাধী সংঘর্ষে নিহত অন্তত ১৩ জন।
  •  ভারতের প্রধানমন্ত্রীর 'মোদি' পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

K E B Youth Club এর লালমনিরহাটে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১৮:২৬

ঢাকাস্থ সবুজবাগ থানাধীন পূর্ব বাসাবো তে অবস্থিত কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয়ের কিছু উদ্যোমী সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় তরুণ সমাজ নানা সামাজিক কর্মকান্ড এবং মানবিক কাজে নিজেদের নিয়োজিত করার তাগিদে ২০১৩ সালে গড়ে তুলে K E B Youth Club।

সদ্য উচ্চ মাধ্যমিক পাশকরা এক কিশোর সাইদুল ইসলাম জুয়েল তার বন্ধু এবং ছোটভাইবোনদের নিয়ে গড়ে তোলে এই সংগঠনটি। আর তাদের কে সব সময় সহযোগিতা করেছেন কদমতলা স্কুল এন্ড কলেজ এর বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা বিশেষত প্রতিষ্ঠানটির বর্তমান প্রিন্সিপাল সাইফুল ইসলাম স্বজন।

দেশের বিভিন্ন দুর্যোগ সহ সকল সময়েই অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে K E B Youth Club। প্রতিবছর সুবিধা বঞ্চিত মানুষের জন্য তারা নিজেদের ক্ষুদ্র সামর্থ্য থেকেই নানা আয়োজন করে থাকে।

এই বছরেও তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত তখন এই উদ্যোমী তরুণেরা এগিয়ে আসে। প্রতি বছরের ন্যায় এই বছরেও K E B Youth Club এর উদ্যোগে ভাদাই ইউনিয়ন, আদিতমারি উপজেলা, লালমনিরহাট এর শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ  করেন K E B Youth Club এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম জুয়েল সহ ক্লাবের সদস্যগন।

শীতার্তদের সাহায্য করা ছাড়াও সংগঠনটি ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ, রক্ত দান, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা, বৃক্ষ রোপণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সহ ইত্যাদি কার্যক্রম করে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আপনিও কি তাই মনে করেন?