বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নানের মৃত্যু

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ১২:৫৩

সাহস ডেস্ক

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকার ল্যাবএইড হাসপাতালের সিসিইউ’তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমেরিকা প্রবাসী মেয়ে মালিহা মান্নান মৌ দেশে ফিরলে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। মরহুমের শ্যালক সোনাতলা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন এর সত্যতা নিশ্চিত করেছেন।  

গত বৃহস্পতিবার বিকালে সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে জাতীয় সংসদ ভবনে গেলে হৃদরোগে আক্রান্ত হন আব্দুল মান্নান। এরপর তাকে দ্রুত ঢাকার ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।

আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত