‘মুজিব বর্ষ’ উদযাপনের ‘কাউন্টডাউন’ শুরু

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২০, ১৭:৪৫

সাহস ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) কার্যক্রমের উদ্বোধন করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫ টায় কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে লোগো উন্মোচন, ঘড়ি চালুর  মধ্যদিয়ে মুজিববর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও সদস্য সচিব কামাল নাসের প্রধানমন্ত্রীর হাতে মুজিববর্ষের লোগো তুলে দেন। এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

সারা দেশে ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থানে, ৫৩ জেলায় এবং টুঙ্গিপাড়া ও মুজিবনগরে মোট ৮৩টি ক্ষণগণনার ঘড়ি বসানো হবে। ১০ জানুয়ারি থেকে ক্ষণগণনা শুরু হওয়া ‘মুজিব বর্ষ’ চলাকালীন ধারাবাহিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বিশ্বনেতাদের একটি দীর্ঘ তালিকা পেয়েছে বাংলাদেশ, যা দেশের ইতিহাসে আরেকটি মাইলফলক তৈরি করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত