ডাকসু ভিপির বিরুদ্ধে চুরির মামলা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০২

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সংঘর্ষের ইস্যুতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হকসহ ২৯ জনের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে। মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম সাব্বির।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শাহবাগ থানায় মামলাটির করা হয়। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগে বলা হয়েছে, নুরসহ ২৯ জন (অজ্ঞাতনামা) ২২ ডিসেম্বর দুপুর ১২টার সময় লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলামসহ ৮ জন গুরুতর জখম হন। এসময় তাদের মানিব্যাগ, মোবাইল ও হাতঘড়ি ছিনিয়ে নেয় আসামিরা। এ সময় ১৫ থেকে ২০ জন লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে।

এসএম শামীম জানান, ডাকসু ভিপি নুর বহিরাগতদের নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যদের ওপর হামলা করেছেন এমন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) নুরের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার ৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন এস আই মোহাম্মদ রইচ উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত