মাহবুব তালুকদারের বক্তব্য আত্মপ্রবঞ্চনা: তথ্যমন্ত্রী

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০১৯, ১৩:২৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যা বলেছেন তা আত্মপ্রবঞ্চনা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, তিনি এর আগেও এ ধরনের কথাবার্তা বলেছেন। মূলত আলোচনায় থাকার জন্য তিনি এ ধরনের কথা বলেন। পদ্যত্যাগ করে এ কথাগুলো বললে সমীচীন হতো।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিল। তারা কয়েকটি আসনে বিজয়ী হয়েছে। শপথও নিয়েছে। এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজেই এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা বিবেকের সঙ্গে প্রতারণা।

তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন ব্যবস্থাপনায় সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া। শেখ হাসিনার দাবিতেই কিন্তু আজ ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।