শামুকখোল পাখি গুলোর হয়ে ‘বাসা ভাড়া’ দেবে সরকার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ১৫:৩৯

সাহস ডেস্ক

রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের সেই আমবাগানে ‘স্থায়ী নীড়’ হচ্ছে শামুকখোল পাখি গুলোর। তাদের হয়ে ‘বাসা ভাড়া’ দেবে সরকার। তাই যতদিন ইচ্ছে নিরাপদ নীড়ে থাকতে পারবে পাখিগুলো। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।

সোমবার (১১ নভেম্বর) তাদের জন্য বছরে ৩ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ চেয়ে কৃষি মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসক।

জেলা প্রশাসক হামিদুল হক বলেন, উচ্চ আদালতের নির্দেশনা ছিল, সে অনুযায়ী স্থানীয় প্রশাসন ও কৃষি কর্মকর্তারা বাগানটিতে সার্ভে করে এ হিসাব বের করেছেন। সেটি প্রতিবেদন আকারে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি, দ্রুত বরাদ্দ অনুমোদন হবে। যা ওই বাগান মালিককে দিয়ে আমরা পাখিদের নিরাপদ আবাস গড়ে তুলতে সক্ষম হবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজার নেতৃত্বে রাজশাহী জেলা প্রশাসক ওই আমবাগানে গিয়ে জরিপ করে। তারা বাগানে গিয়ে দেখেন, মোট ৩৮টি আমগাছে বাসা বেঁধেছে শামুকখোল পাখিগুলো। ওই গাছগুলোতে বছরে কী পরিমাণ আম ধরে এবং তা না হলে কেমন ক্ষতি হবে, তা নিরূপণের চেষ্টা করেন।

কৃষি কর্মকর্তা শফিউল্লাহ আরও বলেন, মালিক পক্ষ, ইজারাদার, স্থানীয় মানুষ, আম ব্যবসায়ীসহ সব পক্ষের হিসেব অনুযায়ী পাখির বাসা সেখানে থাকলে বছরে তিন লাখ ১৩ হাজার টাকা ক্ষতি হতে পারে। সে অনুযায়ী আমরা জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত