জেএমবি ৩ সদস্যের ১৫ বছর কারাদণ্ড

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ১৬:১০

সাহস ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১০ বছর আগে দায়ের করা একটি মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ১৫ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

৩১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

২০০৮ সালের ২৫ অক্টোবর জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরে একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন জেএমবি সদস্যরা। এ সময় পুলিশের অভিযানে তিন জেএমবি সদস্যকে আটক করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী জেলার সুখধনডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ওরফে রাসেল, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পরানপুরের হযরত আলী ওরফে ফিরোজ কবির, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরের একরামুল হক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত