কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯, ১৮:৪৮

সাহস ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমরা মনে করি, কমিউনিটি পুলিশিংয়ের প্রধান কাজটি হবে- মিথ্যা, গুজব বা ভুল তথ্যে যাতে জনগণ বিভ্রান্ত না হয়। গুজব ছড়িয়ে রামু, নাছিরনগর এবং সম্প্রতি ভোলায় সহিংসতা দেখেছি। যেন গুজব ছড়াতে না পারে, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আমরা প্রতিদিন কোন না কোন চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছি। কমিউনিটি পুলিশের সহযোগিতায় পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। এজন্য দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি।

সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমরা দেশকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করেছি, মাদক থেকেও মুক্ত করতে পারবো। মাদকের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ব্যবস্থা দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানে দেশের ৮০০ জন নাগরিকের নিরাপত্তার জন্য একজন পুলিশ। কমিউনিটি পুলিশিংয়ের যে দায়িত্ব তা জনসাধারণ পালন করছেন বলে শান্তির বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হচ্ছে। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত