ক্যাসিনো ইস্যু

বেনাপোলে বাড়তি সতর্কতা

দেশ ত্যাগে বাধা সন্দেহভাজনদের

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮

ক্যাসিনো মামলার অভিযুক্তরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করা হচ্ছে বেনাপোল চেকপোস্টে। বেনাপোল ও শার্শায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য হওয়ায় এই পথে ভারতে পালিয়ে যাওয়ায় সুযোগ থাকে সবচেয়ে বেশি। যার কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই বাড়তি সতর্কতা ও নজরদারি জারি করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান পাঠান বলেন, ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে আমাদের কাছে একটি নির্দেশনা এসেছে। ক্যাসিনো মামলায় জড়িত ও সন্দেহভাজন ব্যক্তিদের পাশাপাশি নেপালের ৯ নাগরিক যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সে জন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা যায়, প্রতিদিনই দেশ ত্যাগে বাধা আছে এমন ব্যক্তির তালিকা বাড়ছে।

বিজিবি জানিয়েছে, রাষ্ট্র ঘোষিত অপরাধীরা যাতে কোনোভাবে সীমান্তপথে অবৈধভাবে চলে যেতে না পারে সে জন্য তাদের  সৈনিকরা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত