ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী ৩৩৭১

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪২

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৮৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ডেঙ্গুর মূল কেন্দ্র ঢাকায় ভর্তি হয়েছেন ৩৩১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭২৯ জন এবং অন্যান্য বিভাগে ১ হাজার ৬৪২ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত (০৫ সেপ্টেম্বর) ৭৪ হাজার ৩৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭০ হাজার ৭৯০ জন।

সরকারি হিসাবে এ যাবত ৫৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে। তবে বেসরকারি অনুমানে এ সংখ্যা আরও অনেক বেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত