কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের হাইকমিশনার, কানাডা দূতাবাসের উপ-হাইকমিশনার, ইউএনডিপির আবাসকি প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় বৈঠকে বসেন তারা শেষ হয় দুপুর ১২টার কিছু আগে।

বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

বিএনপির এক নেতা জানান, সারাদেশে ভোটের অনিয়মের তথ্য-প্রমাণ সংগ্রহ করতে এর আগে দলের পক্ষ থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়। এগুলো শীর্ষ নেতারা কূটনীতিকদের অবহিত করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। এছাড়া গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত