এনআরসি থেকে বাদপড়া নাগরিকরা বাংলাদেশি নয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৮

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের আসামে এনআরসি (জাতীয় নাগরিক নিবন্ধন) নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে ভারত অঙ্গীকার করেছে। এনআরসি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।’

১ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এনআরসি থেকে বাদপড়া নাগরিকরা বাংলাদেশি নয়।’

শেখ কামাল স্মৃতি প্রথম সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদ। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নোকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, টুর্নামেন্ট পরিচালক এ এ ইব্রাহীম কাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামীকাল ২ সেপ্টেম্বর (সোমবার) থেকে শেখ কামাল স্মৃতি প্রথম সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০১৯ শুরু হবে। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত