সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৭

জি এম কামরুজ্জামান

সাতক্ষীরায় দৈনিক কালের চিত্র, দৈনিক পত্রদূত, দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। 

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। 

সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আনিসুর রহিম, কল্যাল ব্যানার্জি, 
প্রেসক্লাবের সহ-সভাপতি আশেক-ই-এলাহি, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, মোজাফফর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত