নেত্রকোনায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩০ জন আটক

প্রকাশ | ২৮ জুন ২০১৯, ১৪:৫২ | আপডেট: ২৮ জুন ২০১৯, ১৪:৫৫

অনলাইন ডেস্ক

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩০ জনকে আটক করেছে নেত্রকোনার কেন্দ্রীয় থানার পুলিশ। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। চক্রটির প্রধান মুন্নাফকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে কেন্দ্রীয় পৌর শহরের শামীম আহমেদ নামের এক ব্যক্তির বাসা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, আটক ৩০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। তাৎক্ষণিকভাবে মুন্নাফ ও বুলবুল ছাড়া কারও নাম-পরিচয় জানা যায়নি। আটক করা ব্যক্তিদের থানা-পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আটক করার সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন ও প্রশ্নপত্র জব্দ করা হয়। তারা ওই ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন।